Sunday 19 February 2012

Bishoper Chatro [19.04.2011 (1:41 am) ]

(৩) বিশপ-এর   ছাত্র :

রোজ Carol-এ দেখা হত Mathewএর  সাথে ,
প্রথম ,প্রথম . . .
অবাক  চোখ  ,
সভয়  একদৃষ্টে  চেয়ে  থাকা ,
আর  চোখে  চোখে  প্রশ্ন !

Church -এর  পিয়ানো  বাজাই আমি ,
আমি  হিন্দু . . .
তুমি ?

Mathew Gomes,বাড়ি  churchyard  . . .পার্ক  স্ট্রীট. . .
Catholic. . .
তোমায়  অনেক  বার  দেখেছি . . .
But  হিন্দু !!
কি  ভাবে ?

মানে ?

বলতে  চাই ,এখানে  কাজ  পেলে  কি  ভাবে ?
Father  বিশপ  তোমায়  রাখলেন  কি  করে ?
তিনি  যে  গোঁড়া ,mentaly narrow. . .

আরে  বাবা , talent এর  আগে  কি  কথা  হয় ?
তাই  আমি  এখানে , আর  তুমি  আমার  পিয়ানোর  তালে  তোমার  প্রার্থনা  কর !
Holy  Bible কি  বলেছে  হিন্দু  হাতের  পিয়ানো  শুনব  না !

Mathew Gomes এর  সাথে  সেই  শেষ  দেখা . . .
পরের  দিন ,
পিয়ানো র  ওপর পরেথাকা  চিঠি . . .
বলেছিল  . . .
বিশপ  তোমার  পদত্যাগ  চায় . . .নয়তো  তোমায়  জোর  করা  হবে . . .
যিশু  হিন্দুর  বাজনা  সনেনা ,আমাদের   Bishop কে  স্বপ্নে   তাই  বলেছে . . .

ইস্তফা  কবুল  !

সুলগ্না  দত্ত 

@ Epidemic Basanta



(২) @ এপিদেমিক  বসন্ত 



বসন্তের  হাওয়ায়   মহামারী ,
অসহায়  হাওয়ায়   সবাই  আনাড়ি ,
কচি  পাতার  সবুজ ,
নিপীড়িত  বার্ধক্য  অবুঝ ...
এরা  antibiotics  খায়  না ...
ওটা  অসুধের  দোকানেও  পাওয়া  যায়  না . . .
রোজগার  তার  আজ অল্প ,
প্রাচুর্যের  করে  গল্প ...
সল্প ,বিকল্প . . .
পাখির  চোখ  আজ  নিল  রঙ,
কাটা ডানাতে আজ খুব  জং . .
ভাসা  ভাসা  হাসি  আজ  মৃদু  হয় ...
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

হলুদ  আকাশ  আজ  ফেকাসে ,
কাল  কেরানি ,আজ  হাকাজাকা  সে . . .
সুধু  বসন্ত  আজ  বাতাসে ,
মৃদুমন্দ  টানে  বয় ,
ভালবাসি  বলা  ভালবাসা  নয় ...

আরেকটা  বিশ্ব ,
তারই  মাঝে  অস্পৃশ্য ,
মহামারিতেই  আজ  মরেছে ,
অস্পৃশ্য  সেই  করেছে . . .
বসন্ত ,তুমি  হওয়া   নাও ,
সবুজ  জীবন  আজ  ফিরিয়ে  দাও . . .

সুলগ্না দত্ত 
১৪.০২ .২০১১ (২.৩১ am)

Saturday 18 February 2012

Metaphor ( 18th February '12)

(১) মেটাফর

তৃতীয় বিষ্য আর পোড়া সিগারেট ,
আলু - বেগুন আগুন;
আর তলাবাজের মার্কেট ...

মনে জমা প্রেম -কার্সিনোগেন,
ফুসফুসে নিকোটিন জমা হয় প্রতিদিন ;
রাত জাগা নিশাচর,
নিস্চিন্নতায় অগোচর-
পায় পায় হেঁটে বেড়ায়...
এপাড়ায় বেপাড়ায়...

লাম্প্পস্ট এর নিচে দাঁড়িয়ে ,
বুক ভরা ধোঁয়া  উড়িয়ে ,
রাত ভোর করা স্বপ্ন -
চোখে কান্না মেখে বেড়ায় ...
এপাড়ায় বেপাড়ায় ...

পোড়ে সিগারেট,
বারে ঘামাচি ,
হাঁকে ২ টাকায় মিষ্ঠি আর মাছি ,
কেউ লালে লাল ,
কেউ মালামাল ,
আজ বেঁড়া জল কেটে যাচ্ছে ,
পরিবর্তন হচ্ছে;
মাঠে সবুজ ঘাসের দোল,
"দার খোল দার খোল "
না পাওয়ার গান ভোল...
জীবনের গান তারা গায় ,
এপাড়ায় বেপাড়ায়...

ধোঁয়ায় আকাশের রঙ সিগারেট,
তারা উজবুক নাকি Back - Date ??
এজে কার দিয়ে যাওয়া কনসেপ্ট ??
সবই ভগবানের দরজায় ...
ধোঁয়া আকাশেই ভেসে যায় ...
এপাড়ায় বেপাড়ায় ...

-সুলগ্না দত্ত